মণিরামপুরে গৃহহীনদের ‘আশ্রয় প্রকল্পের ঘর’ পেল দ্বি-তল ভবনের মালিক!
মোছাঃ মিম পারভিন স্টাফ রিপোর্টার: যশোর মণিরামপুর উপজেলার ৮ নং হরিহর নগর ইউনিয়নের মধুপুর ভুমিহীন পরিবারের মাঝে আশ্রয় প্রকল্পের ঘর বন্টনে সীমাহীন অনিয়মের অভিযোগ উঠলে বিভিন্ন গণমাধ্যমে একাধিক নিউজ হলেও মেলেনি এখনো কোনো সমাধান। একাধিক ঘর বরাদ্দ পেয়েছেন মোঃ ইজাজুল হক (মধু) নিজের মুখে গণমাধ্যম কর্মীদের কাছে তার নামে ৮ টি ঘর বরাদ্দের সততা শিকার […]