বোয়ালমারীতে চাঁদাদাবীসহ আদার সেকশনের মামলায় গ্রেফতার ৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপৃরের বোয়ালমারীতে চাঁদাদাবীর অভিযোগসহ আদার সেকশনের মামলার এজাহারনামীয় তিন আসামি পরমেশ্বদী গ্রামের ইমামুল শেখ (৩০), খন্দকার আজাদ (৪৫) ও খন্দকার মারুফকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১২ অক্টোবর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডহরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মুক্তার হোসেন বলেন, পরমেশ্বদী গ্রামের বিল্লাল শেখ (২৮) বাদি হয়ে […]