শুধু সেমিফাইনাল জিততে আসিনি, অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ে পুরো নিউজিল্যান্ড দল উল্লাসে মাতলেও উদাসীন ছিলেন নিশাম। কারণ নিশামের চোখ তখন শিরোপার দিকে। ম্যাচ শেষে উদযাপন বাদ দিয়ে নির্বাক বসে থাকা নিয়ে ক্রিকইনফোর টুইটের জবাবে নিশামের হাস্যরসাত্মক রিটুইটেও মন ভরেনি ক্রিকেট নিউজিল্যান্ডের (এনজেডসির)। তাই আবার একই প্রশ্ন। নিশাম এবার এনজেডসিকে বলেন, ‘সেমিফাইনাল জিতে উদযাপন করাই যায়। তবে অর্ধেক […]