মেঘনায় ইলিশের হাহাকার, ঋণের চাপে দিশেহারা জেলে ও আড়তদাররা
রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপকূলের মেঘনায় ভরা মৌসুমে জেলেদের জালে মিলছে না রুপালি ইলিশ। যেন নিখোঁজ রয়েছে ইলিশ। সেই নিখোঁজ রুপালি ইলিশের খোঁজে জেলেরা ঘন্টার পর ঘন্টা মেঘনায় জাল পেতে রাখলেও মিলছে না কাখিত সেই ইলিশ।এতে করে প্রতিনিয়ত ঋনের বােঝা বাড়ায় দিশেহারা হয়ে পড়েছে জেলেরা। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা আশাবাদ ব্যাক্ত করেন বৃষ্টি […]