জানেন কি? নিয়মিত স্বাস্থ্যকর সেক্স করলে আয়ু বাড়ে
বয়স এখন ৩৯। স্বামীর সঙ্গে রোম্যান্টিক জীবন এখনও কাটাচ্ছে। মাঝে মধ্যেই দুজনে ডেটে যায়, বেড়াতে যায়, পার্টি করে। তাই দেখে চোখ কপালে ওঠে কণিকা মাসিমার। ওই বয়সে তাঁরা তো স্বামী-সন্তানের মঙ্গলকামনায় বার ব্রততেই ব্যস্ত থাকতেন। মাসিমার আবার সেসব পছন্দ নয়। ওকি? নতুন বউয়ের এসব মানায়? চল্লিশের কোটায় গিয়ে এসব কচিপানা ভালো লাগে নাকি? চল্লিশ মানেই […]