নবীপত্নী আয়েশা (রা.)-এর দান-সদকা
নবীজি (সা.)-এর প্রিয়তমা স্ত্রী হজরত আয়েশা (রা.) ছিলেন তৎকালীন আরবের অন্যতম মেধাবী নারী। গরিব-দুঃখীর প্রতি তাঁর সহানুভূতি ছিল অন্যদের চেয়ে আলাদা। তিনি সর্বদা গরিব-দুঃখীকে সহযোগিতা করতে ভালোবাসতেন। বেশি পরিমাণে দান-সদকা করতে পছন্দ করতেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘আয়েশা (রা.)-এর কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে যা কিছু আসত তা জমা না রেখে সদকা করে দিতেন। […]