২১ বেসামরিক নাগরিক নিহত রুশ বাহিনীর হামলায়
রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ২৭ জন আহত হয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের গভর্নর এই তথ্য জানান। মঙ্গলবার (৩ মে) টেলিগ্রামে এক পোস্টে গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, আভদিভকা কোক প্লান্টে দখলদার রাশিয়ান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত হন। ১৫ জন আহত হয়েছেন। তিনি বলেন, রাশিয়ান বোমায় লাইমান শহরে ৫ […]