ইএসডিও প্রসপারিটি প্রকল্পের সোনালী মুরগী পালনের উপকরণ বিতরণ
মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ইএসডিও প্রসপারিটি প্রকল্পের সোনালী মুরগীর পালনের উপকরণ বিতরণ করা হয়েছে।(২২ ডিসেম্বর) বিকালে রানীশংকৈল উপজেলা ইএসডিও অফিস চত্বরে উপকরন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোনালী মুরগী পালনের জন্য (ক্ষুদ্র নৃগোষ্ঠী) পাঁচটি পরিবারকে ১১ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোতাহার হোসেন স্পনসর্শিপ প্রোগ্রাম অফিসার, এডুকো প্রোগ্রামের […]