নিম্নমানের চা পাতায় সয়লাব সিলেটের বাজার
নিম্নমানের চা পাতায় সয়লাব সিলেটের বাজার। বাংলাদেশ স্ট্যান্ডর্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই সিলেট এর একটি সার্ভিল্যান্স টিম বাজার পর্যবেক্ষণ করে এর প্রমাণও পেয়েছে। বিএসটিআইর মানচিহ্ন সম্বলিত চকচকে মোড়কে বেশ কিছু ব্রান্ডের নিম্নমানের চা পাতা বাজারজাত করণের প্রমাণও পেয়েছে তারা। এনিয়ে ব্যবসায়ীদের সতর্কও করেছে সংস্থাটি। দেশের শীর্ষস্থানীয় চা ব্র্যান্ড সিলনের মোড়ক নকল করে নিম্নমানের চা বাজারজাত […]