অসুস্থতা, ভ্রমণকালে বমি
অনেকে আছেন গাড়িতে উঠলেই বমি করেন বা বমি বমি ভাবের জন্য অস্বস্তিকর অবস্থায় থাকেন। বাস/ট্রেন/উড়োজাহাজে যাত্রাকালীন এ অসুস্থতাকে বলা হয় মোশন সিকনেস। চলন্ত বাহনের ঝাঁকুনিতে আমাদের কানের ভেতরের ফ্লুইড নড়াচড়া করে। এ কারণে অন্তঃকর্ণ মস্তিষ্ককে তথ্য দেয়-শরীর নড়ছে। কিন্তু আমাদের চোখ মস্তিষ্ককে জানায়, শরীর নড়াচড়া করছে না। দুই রকম তথ্যে মস্তিষ্কে সমন্বয়হীনতার সৃষ্টি হয়! এ […]