মুখে ব্রণ উঠেলে করণীয় কী ?
কোথাও ঘুরতে যাবেন বা কোন দাওয়াতে যাবেন বলে আগের দিন সব প্রস্তুতি নিচ্ছেন। তখনই দেখলেন মুখে ব্রণ উঠেছে। এর মানেই সবকিছু হয়ে গেলো মাটি। অনেকে এই ব্রণের কারণে আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। তবে এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় আছে। এমন কিছু টেকনিক আছে যাতে বাইরে থেকে দেখে বোঝায় যাবে না ব্রণ হয়েছে। খুব নিখুঁতভাবেই লুকিয়ে ফেলা […]