পোশাকে বসন্ত উৎসব নিয়ে এসেছে রঙ বাংলাদেশ
বসন্ত, পহেলা ফাল্গুন। বাঙালি মুখিয়ে থাকে অন্যরকম ভালোলাগায় দিনটি উদযাপনের প্রতীক্ষায়। আর এমন দিনটি তো আসলে উৎসবে মেতে ওঠার। এজন্য বাংলাদেশের শীর্ষ ফ্যাশন হাউজ ‘রঙ বাংলাদেশ’ পয়লা ফাল্গুন উপলক্ষে নিয়ে এসেছে পোশাকের বিশেষ কালেকশন। ভিন্টেজ রোজ, ফ্লোরিশ অরনামেন্টেশন আর অলংকারের নকশার থিমে সাজানো নান্দনিক এবারের বসন্ত পোশাকের কালেকশনে রয়েছে মনকাড়া সব উজ্জ্বল রঙ। সাদা, হলুদ, […]