চলছে ‘আরআরআর’ উন্মাদনা, মুখ খুললেন আলিয়া
বিশ্বজুড়ে চলছে ‘আরআরআর’ উন্মাদনা। ৭ দিনে ৭১০ কোটি হাঁকিয়ে ব্যবসার গ্রাফ এখন ক্রমশই ঊর্ধ্বমুখী। দুই দক্ষিণী তারকা তো বটেই সঙ্গে বলিউডের আলিয়া ও অজয় দেবগণ– উত্তেজনা জমেছে ভালোই। যদিও এমন আনন্দময় পরিস্থিতিতে নেটিজেনদের কাছে নেতিবাচক হয়ে ধরা পড়লেন ‘গাঙ্গুবাঈ’খ্যাত আলিয়া ভাট। বেশ ক’দিন ধরেই নেট দুনিয়ায় গুজব ছড়ালো, ‘আরআরআর’ প্রমোশনের অনেক ছবি, পোস্ট নাকি ইনস্টাগ্রাম […]