জন্মদিনে প্রথম উপহার দিয়েছে সাপ: সালমান
ভারতের সিনেমা জগতের সবচেয়ে বড় নাম সালমান খানের জন্মদিন আজ (২৭ ডিসেম্বর)। এদিকে, জন্মদিনে সবচেয়ে প্রথম উপহার কে দিয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালমান জানান, এবার জন্মদিনে প্রথম উপহার দিয়েছে একটি সাপ। সাপটি তার হাতে তিনবার ‘চুমু’ খেয়েছে বলেও জানান বলিউডের ভাইজান। ঘটনা হলো, জন্মদিনের আগে শনিবার মধ্য রাতে সালমানের শরীরে তিনবার ছোবল দিয়েছে একটি সাপ। […]