দ্রব্যমূল্যের উর্ধ্বগতি! আয় কম খরচ বেশি, বিপাকে নিন্ম আয়ের মানুষ
দেবাশীষ চক্রবর্ত্তী বাবুঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস নিন্ম আয়ের মানুষদের, আয় কম খরচ বেশি, সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। সারাদিনের খাটুনি তার উপরে সংসারে চালাতে ব্যার্থ প্রায় প্রতিটি নিন্ম আয়ের সংসারের কর্তারা। কি করে সংসার, দেনার দায়, বাচ্চার লেখাপড়া, পারিপাশ্বিক খরচের বহর এমন হাজারো প্রতিকুল পরিস্থিতি সামাল দেবেন সেই ভাবনায় মসগুল সারাক্ষন নিন্ম আয়ের মানুষেরা। কামলা […]