বিরল ঘটনা, একসঙ্গে ৮ স্ত্রী নিয়ে সুখের সংসার!
ঘটনাটি থাইল্যান্ডের। সেখানে এক বা দুই নয় আটটি বিয়ে করে একই বাড়িতে সব স্ত্রীকে নিয়ে একসাথে থাকছেন ওং ড্যাম সোরোট নামের এক ব্যক্তি। যেখানে অনেকেই এক স্ত্রীর মন জয় করতে হিমশিম খান, সেখানে এই বিরল ঘটনায় চোখ কপালে উঠছে অনেকের। খবর জিও টিভির। গণমাধ্যমটি জানিয়েছে, সোরোট পেশায় একজন ট্যাটু শিল্পী। তার আট স্ত্রীর বিষয়টি নিয়ে […]