ইতিহাস ঐতিহ্যে এগারসিন্দুর ঐতিহাসিক শাহ মাহমুদ মসজিদ
এগারসিন্দুর স্থানটি নানা ঘটনায় এবং স্থাপনায় ঐতিহাসিক। একসময়ের প্রাচীন নগরী ছিল এটি। এই গ্রামেই রয়েছে বীর ঈসাখাঁর দূর্গ। লাল মাটি আর সবুজ গাছপালায় পরিবেষ্টিত গ্রামটি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ভরপুর। এগারসিন্দুরের শাহ মাহমুদ মসজিদটি প্রায় সাড়ে ৩শ’ বছরের পুরনো। শেখ শাহ মাহমুদ মসজিদটি অপূর্ব স্থাপত্য শৈলীর এক অনুপম নিদর্শন। এই মসজিদটি নির্মিত হয়েছিল ১৬৮০ খ্রিস্টাব্দে সুবেদার […]