জুম অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু
সম্প্রতি ক্লাউড ফোন পরিসেবায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করেছে জুম। ফলে নিরাপত্তা সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেলো এই অ্যাপ।ব্যবহারকারী এখন চাইলে একক কলে এই পরিষেবাটি চালু করে নিতে পারবে। জানা গেছে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু থাকলে কলিংয়ের সময় ক্রিপ্টোগ্রাফিক কি’র মাধ্যমে একে নিরাপদ করা হবে যা উভয়পক্ষের রিসিভিং ডিভাইসই শুধু সেটাকে ডিকোড করতে পারবে। ব্যবহারকারী এই […]