দুস্থ আলেয়া বেগমের বসত ঘর তৈরি করবে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থা
এনামুল হাসান কেশবপুর (যশোর): মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। সমাজের ঝামেলাহীন মানুষের সাথে এখনো কিছু মানুষ আছে যারা জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তাঁরা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে। এমনই একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এস […]