ধূমপানে ওজু ভাঙে?
ওজু করার পরেও অনেকে পানাহার করেন, আবার কেউ ধূমপানও করেন। স্বাভাবিক খাবারের কারণে ওজু ভাঙে না এ বিষয়টি তো সবার জানা, কিন্তু ওজুর পর ধূমপান করলে সেই ওজুতে নামাজ, কোরআন স্পর্শসহ ওজু অবশ্যক এমন ইবাদতগুলো করা যাবে নাকি আবার নতুন করে ওজু করতে হবে? এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেন, ওজু ভঙ্গের কারণ ৭টি- (১) মল-মূত্রের রাস্তা […]