আট মিনিটের চার্জে ৮ ঘণ্টা চলবে গ্র্যালাক্সি ওয়াচ
গত ১০ আগষ্ট শেষ হলো স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট। যার জন্য অধীর আগ্রহে এক বছর অপেক্ষায় ছিলেন বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা। ওই ইভেন্টে স্যামসাং একাধিক ফোন উন্মোচনসহ তাদের বহুল প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ বাজারে আনার ঘোষণা দিয়েছে। এর প্রধান আকর্ষণ বায়ো অ্যাকটিভ সেন্সর। স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি ওয়াচ ৫ ডিভাইসটি আগের যে কোন ডিভাইস থেকে দীর্ঘ সময় ব্যাটারি […]