শ্রীমঙ্গল বিটিআরআই সন্ধান মিললো ঔষধি নাগলিঙ্গম’ বৃক্ষ
মোঃইমরান হোসেন | স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সন্ধান পাওয়া গেছে এক ঔষধি গুণাগুণ সম্পন্ন নাগলিঙ্গম বৃক্ষ। সব জায়গায় এর দেখা না মিললেও বাংলাদেশ চা গবেষণা ইনষ্টিটিউট (বিটিআরআই) ক্যাম্পাসে এই বৃক্ষটির দেখা মেলে। বছরের ১২ মাস ফুল-ফল থাকলেও মূলত এখন তার ভরা মৌসুম। বিটিআরআই এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সূত্র জানায়, বিরল প্রজাতির নাগলিঙ্গম এ রয়েছে এন্টিবায়োটিক, […]