আবারোও সমালোচনার মুখে শাহরুখ-কন্যা
ক্রপ টপ আর ব্যাগি ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন শাহরুখ খান-কন্যা সুহানা খান। দোষ এটুকুই! আর সেজন্য তাকে যা নয় তাই শুনতে হল। কেউ বললেন ‘জুনিয়র মালাইকা’। কেউ আবার বাবা শাহরুখের তুলনা টেনে লিখলেন, তারকা-সন্তান মানেই তারকা নয়। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন সুহানা। ছবিতে রয়েছেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভের নাতি […]