শসা-করোলার দাম কম থাকায় বিপাকে পড়লো কচুয়া উপজেলার শষা-করোলা চাষীরা
মোঃরবিউল ইসলাম,কচুয়া(বাগেরহাট) প্রতিনিধিঃ আজ রবিবার ২৫/০৭/২০২১ কচুয়া উপজেলার (গজালিয়া) সবজি পাইকারি বাজারে প্রতি কেজি শসা ৭ টাকা, করোলা ১২ টাকা দরে বিক্রি হয়।যা শসা,করোলার উৎপাদন ব্যয় থেকে অনেক কম।চাষীদের ভাষ্যমতে শষা,করোলার দামের এমন পরিস্থিতি চলতে থাকলে তাদের মোটা অংকের লোকসান হবে। কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড জোবাই গ্রামের বাসিন্দা আনোয়ার গাজীর ছেলে মুন্না গাজী […]