কোরআনের বাণী
পার্থিব জীবনে পরকালকে ভুলো না ইরশাদ হয়েছে, ‘…জাগতিক জীবন যাদের প্রতারিত করেছিল, আমি তাদের ভুলে যাব, যেমন তারা তাদের এই দিনের সাক্ষােক ভুলে গিয়েছিল এবং যেভাবে তারা আমার নিদর্শনগুলো অস্বীকার করেছিল। ’ (আয়াত : ৫১) বিনীতভাবে আল্লাহর প্রার্থনা করো ইরশাদ হয়েছে, ‘তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালকের প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ […]