ঈদ আনন্দে কমতি ছিল না এতিম শিশুদেরও
ঈদে মানে আনন্দ। এদিন পরিবারের সদস্যদের নিয়ে হৈ-হুল্লোড় করে ঈদ উদযাপন করে শিশুরা। তবে, যারা এতিম, তারা এ আনন্দ থেকে বঞ্চিত। তবু, জীবন থেমে থাকে না। ঈদও আসে নিয়ম মেনে। পরিবারের সান্নিধ্য না পেলেও ঈদের আনন্দে কমতি ছিল না ফরিদপুরের সরকারি শিশু পরিবারে (বালিকা) থাকা শিশু-কিশোরীদের। ঈদ উপলক্ষে তাদের দেওয়া হয়েছে নতুন পোশাক। দুপুরে তাদের […]