মনোহরদীতে অটো চালক পঞ্চমনির লাশ উদ্ধার কলাক্ষেত থেকে
সাইফুর নিশাদ,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে একটি কলাক্ষেত থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) আনুমানিক দুপুর ১২ টার দিকে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিত্তিবাসদী গ্রামের আড়াল রথতলা রাস্তার পাশের একটি কলাক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত […]