জাহিদকে সালাম দিয়ে কী বললেন ফেরদৌস?
ছোটপর্দার জনপ্রিয় মুখ জাহিদ হাসান বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনের ভোটার। যদিও নাটকের ব্যস্ততায় এফডিসিতে তার যাওয়া হয় না সচরাচর। তবে শুক্রবার শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে এফডিসিতে এসেছিলেন এ অভিনেতা। আর জাহিদ হাসান দেখেই এফডিসিরি ৯ নম্বর ফ্লোর থেকে দৌড়ে আসেন চিত্রনায়ক ফেরদৌস। এফডিসিতে ঢোকার সময় জাহিদ হাসানের গাড়ির সামনেই দাঁড়িয়ে পড়েন ফেরদৌস, লম্বা সালাম […]