নতুন চ্যালেঞ্জ এবার বার্সা কোচ জাভির সামনে
মৌসুমটা টালমাটাল কাটছে বার্সেলোনার। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে ১০ পয়েন্টে। চ্যাম্পিয়নস লিগের নক আউটও অনিশ্চিত। এখন নতুন কোচ জাভি এর্নান্দেসের জাদুর অপেক্ষায় কাতালানরা। লা লিগায় জাভি অধ্যায় শুরু হয়েছে এস্পানিওলের বিপক্ষে সৌভাগ্যের জয়ে। লা লিগার পর এবার জাভির পরীক্ষা চ্যাম্পিয়নস লিগে। এস্পানিওলের বিপক্ষে জয়ের সেই আত্মবিশ্বাস আজ প্রেরণা হতে পারে চ্যাম্পিয়নস লিগে […]