আর কতো ‘লিখলে আমি কবি হবো’
”আর কতো লিখলে আমি কবি হবো” কামনা ইসলাম। লোহাগড়া, নড়াইল এখনও না-কি আমি কবি হতে পারিনাই।লিখলাম আকাশ, বাতাস, মাটি, পাখি, ফুল,ফল কত্ত কিছুকে নিয়ে ।তবুও আমি কবি হতে পারলাম না।বৃদ্ধ বয়সে সন্তানের মুখ দেখার জন্য অধির আগ্রহ নিয়ে রাস্তার ধারে অপেক্ষায় বসে থাকা মায়ের কথা গুলি লিখলাম। অবুঝ শিশুটি বাবাকে হারিয়ে চিৎকার করে কাঁদছে […]