শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি কার্তিককে
শুভ চন্দ্র শীল: কার্তিক চন্দ্র রায়। বয়স ২৭ বছর। জন্ম থেকেই দুই পা পঙ্গু । স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে পারেন না। তারপরও রাজনীতি করেন। খবর রাখেন দেশ বিদেশের। যোগ দেন রাজনৈতিক নানা কর্মসূচীতে। গত রবিবার সকালে প্রচন্ড শীত উপেক্ষা করে সিপিবি পীরগন্জ উপজেলা সম্মেলনে স্বপরিবারে এসেছিলেন তিনি। সুস্থ্য-স্বাভাবিক মানুষের মত অংশ নেন সম্মেলনের বিভিন্ন […]