ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে পাবেলের নতুন গান ‘সোনা বন্ধুরে’
গত ঈদুল আজহায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে এই সময়ের আলোচিত কন্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেলের নতুন গান ‘সোনা বন্ধুরে’ । রিদমিক ধাঁচের এই গানের কথা লিখেছেন স্যুপ নাসিফ ও জুয়েল মোর্শেদ। সুর করেছেন আদিব কবির ও জুয়েল মোর্শেদ আর সংগীতায়োজন করেছেন আদিব কবির। পাবেলের সঙ্গে গানটিতে মডেল হয়েছেন হামজা খান সায়ান ও শাকিলা পারভীন। […]