কালেক্টর অফিসে বাবা অপমানিত হয়েছিলেন, যোগ্য জবাব দিতে মেয়ে আজ নিজে কালেক্টর
অপমানের জবাব অনেক ভাবে দেওয়া যায়, কেউ বা আঘাত করে দেন কেউ বা মিষ্টি কথায় কেউ আবার অপমান কারীর মক্ত কিংবা তার ওপর । আজ এক মেয়ের কাহিনী বলব যে শৈশবে তার বাবাকে কালেক্টর অফিসে অত্যাচারিত হতে দেখেছিলেন। সেই অত্যাচার দেখে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন যে বড় হয়ে বাবার উপর হওয়া অত্যাচারের বিচার করবেন। ছোট থেকেই […]