লকডাউনে মিলছে না পর্যাপ্ত শ্রমিক,দাম আকাশচুম্বী
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার প্রাতৃতিক রুপ।বিদ্রোহী কবি থেকে শুরু করে বিশ্ব কবির লিখনীতে ফুটে উঠছে বাংলার রুপ।চারিদিকে নতুন ধানের মৌমৌ ঘ্রান। পৌষ মাসে রোপনকৃত ধানের চারা এখন পরিপূর্ন ধানে।ফাগুনে বাতাসে ধানের শীষে দোল খেললেও এখন শীষে পাকা ধানে ভরপুর। বাগেরহাটের চিতলমারী সহ পার্শ্ববর্তী জেলা সমূহে উঠতে শুরু করেছে গরমের ধান।কিছুদিন আগে […]