তালেবানের দখলে কুন্দুজসহ আরও ২ প্রাদেশিক রাজধানী
ভৌগলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ ও সার-ই-পুল প্রদেশের রাজধানী সার-ই-পুল দখলে নিয়েছে তালেবান। রোববার তালেবান দেশটির উত্তরাঞ্চলের এই দুই প্রাদেশিক রাজধানী দখলে নেয় বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে। রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে শহর দু’টির পতন ঘটে বলে সেখানবার বাসিন্দা আর আইনপ্রনেতারা নিশ্চিত করেছেন। তবে সরকারি বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের পরই […]