১১ বছরের জাকারিয়া ৯৪ দিনে কুরআনের হাফেজ
পবিত্র কুরআনের হাফেজ হলেন মোহাম্মদ জাকারিয়া বাবু। মাত্র ৯৪ কর্মদিবসে তিনি হেফজ সম্পন্ন করেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি আল-কুরআনের ৩০ পারার হাফেজ হলেন। হাফেজ জাকারিয়া ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মুহাব্বত আলীর ছেলে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া (মাদরাসা) থেকে হাফেজ মোহাম্মদ জাকারিয়া বাবু এই কোর্স […]