কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার কুষ্টিয়া: প্রেসক্লাব কেপিসি’র নির্বাহী কমিটির জরুরী সভা (১৬ মে) রবিবার অনুষ্ঠিত হয়। সভায় কেপিসির সাংবাদিক পিনু মিলনায়তনের নামকরণ ‘পিনু-খোকন এক্সিকিউটিভ রুম’, বুধবার বাদ আছর কেপিসি চত্বরে দোয়া মাহফিল, কেপিসি চত্বরে কুলখানী ও স্মরণ সভা, শহরের মোড়ে মোড়ে শোকগাঁথা কালো ফেস্টুন উত্তোলন, কেপিসি কার্যালয়ে সপ্তাহব্যাপী কালো পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গৃহীত […]