ঐশ্বর্য রাই কেরিয়ার শুরু করেছিলেন কত টাকায়
কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। বছর ত্রিশেক আগের কথা। ঐশ্বর্য রাই তখনও অভিনয় জগতে আসেননি। পরিচিতি পাননি। মাত্র ১৫০০ টাকার বিনিময়ে এক ফ্যাশন ব্র্যান্ডের জন্য মডেলিং করেন। আনকোরা সেই মুখ-ই তার বছর দুয়েক বাদে ‘৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতলেন। বলিউড থেকে ডাক এল। ডেবিউ করলেন। যৎসামান্য টাকায় পোশাকের ক্যাটালগে মুখ দেখানো সেই ঐশ্বর্য-ই বর্তমানে […]