মাদকদ্রব্য গাজাসহ আসামী গ্রেফতার
আজ যশোর কোতয়ালী মডেল থানাধীন চাচড়া পুলিশ ফাড়ী এর ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব রকিবুজ্জামান এর নেতৃত্বে চাচড়া ফাড়ী এলাকায় পৃথক ৩ অভিযানে সর্বমোট ৩ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাজাসহ ১ জন পুরুষ ও ২ জন নারীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় পৃথক ৩ টি মামলা প্রদান করা হয়েছে। #তথ্য_দিন_সেবা_নিন #গ্রেফতার