ইরান ও রাশিয়া কৌশলগত পরমাণু সহযোগিতা জোরদার করবে
কৌশলগত পরমাণু সহযোগিতা জোরদার করবে ইরান ও রাশিয়া। এ বিষয়ে দু’ দেশের মধ্যে আলোচনা চলছে। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি এ কথা জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির মস্কো সফরের সময় বৃহস্পতিবার কামালভান্দি এসব কথা বলেন। তিনি বলেন, বুশেহর পরমাণু বিদ্যুৎ স্থাপনায় নতুন ইউনিট নির্মাণের ব্যাপারে মস্কো এবং তেহরান আলোচনা করছে। […]