মাহমুদউল্লাহ জানালেন, ১৬০-১৭০ রান করার ফর্মুলা
বোলারদের ওপর মাহমুদউল্লাহ রিয়াদের অগাধ বিশ্বাস। মোস্তাফিজ-শরিফুল-নাসুম-মেহেদীরা যেকোনো বড় টার্গেটেই দলকে জেতাতে পারবেন। সেটা যদি হয় ১৬০-১৭০ রান তাহলে লড়াই করার তীব্র সাহস পাবে। কিন্তু ব্যাটসম্যানরা কি নিয়মিত ১৬০-১৭০ রান তুলতে পারবে? টি-টোয়েন্টিতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য না আসার বড় কারণ ব্যাটসম্যানদের রান খরা। এটা সত্যি প্রতিদিন ব্যাটসম্যানরা রান করবেন না। কিন্তু বাংলাদেশের ওপেনিং থেকে শুরু […]