মহেশপুরে রাজহাঁস ক্ষেত নষ্ট করায় যুবককে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাজহাঁস ক্ষেত নষ্ট করা নিয়ে দ্বন্দ্বে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। গুরুতর অব্স্থায় ঢাকায় নেয়ার শনিবার ভোরে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাড়ি মহেশপুর উপজেলার নস্তি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মফিজ মোল্লা (৪৫) তিনি একই এলাকার বাসিন্দা। নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দিন জানান, […]