বোমা বিস্ফোণের ঘটনায় ইরাকের কারবালায় দুই পুলিশসহ তিনজন আহত
ইরাকের কারবালায় শনিবার তিনটি বোমা বিস্ফোণের ঘটনায় দুই পুলিশসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কারবালার উত্তরাঞ্চলীয় জেলা আল-খানাফেসায় শনিবার পুলিশের দুটি দহল গাড়িতে এবং একটি বেসামরিক গাড়িতে বোমা হামলা হয়। এ পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। শিয়া অধ্যুষিত কারবালায় গত কয়েক বছর ধরে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটছে। […]