সংবাদমাধ্যমকে ছাপিয়ে সেই খুদে সাংবাদিকে’র রিপোর্টিংই নজর কেড়েছে মণিপুরের মুখ্যমন্ত্রীর
গ্রামের মাঠে নামবে ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের হেলিকপ্টার। তা দেখা যাবে নিজের বাড়ির ছাদ থেকেই। সে কারণে সেখান থেকে সরাসরি ধারাবিবরণী শুরু করেছিল সাত বছরের ছেলেটি। হেলিকপ্টার নামার পরও লাইভ চালিয়ে যায় সে। সম্প্রতি অক্সিজেন প্লান্ট উদ্বোধনের কর্মসূচি ঘিরে যাবতীয় সংবাদমাধ্যমকে ছাপিয়ে সেই খুদে ‘সাংবাদিকে’র রিপোর্টিংই নজর কেড়েছে মণিপুরেরমুখ্যমন্ত্রীর গতকাল বুধবার ওই খুদেকে […]