বেনাপোলের খোয়া যাওয়া ৬৬৭ বস্তা ছোলাসহ ২জন আটক
নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আমদানি কৃত মেসার্স সৈকত ট্রেডার্সের ৬৬৭ বস্তা ছোলা, যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার আছিয়া ট্রান্সপোর্টের মাধ্যমে গত ২৮ মার্চ রাজবাড়ীর সাগর ট্রেডার্সের উদ্দেশ্যে পাঠানো হয়। পরবর্তীতে ট্রাকের ড্রাইভার ও মালিক মিলে আমদানিকৃত ছোলা আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দেয়। বাদীর এই অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।এসআই […]