সাতক্ষীরার খড় ও খেজুরপাতার পণ্য যাচ্ছে ইউরোপ আমেরিকার ৭ দেশে
মোঃ আজগার আলী, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার গোপিনাথপুর গ্রামের নারীদের হাতে বুনা খড় আর খেজুরপাতার বিভিন্ন প্রকার দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী রপ্তানি হচ্ছে ইউরোপের জামার্ন, ইতালী, স্পেন, সুইডেন, অষ্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায়। এসব পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে শপিং বাস্কেট, রাউন্ড বাস্কেট, শ্রাবনী ঢাকনা বাস্কেট, স্কয়ার বাস্কেট, মিনি বাস্কেট, বালতি, সোর্ড, ওয়েষ্ট বাস্কেট, মিরা, ডালি, টেবিলম্যাট ও রাউন্ডম্যাট। […]