শীতে গরম পানিতে গোসল, উপকার নাকি ক্ষতি?
শীত শুধুই আসেইনি, একেবারে চেপে বসেছে সারাদেশে। আর এই শীতে শরীর পরিষ্কার রাখতে গোসলের বিপরীতে কিছু নেই। তারপরও খুব বেশি শীতে গোসল কাতরতা তৈরি হয়। অনেকে ঠাণ্ডা পানির বদলে গরম পানি দিয়ে গোসল করেন। তবে শীতে গরম পানির ব্যবহার নিয়ে রয়েছে নানান বিতর্ক। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গরম পানিতে গোসল খুব উপকারি। নিয়মিত গরম […]