আদমদীঘিতে গরুর শরীরে আল্লাহ লেখা, এক নজর দেখতে এলাকাবাসীর ভিড়
মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: আলৌকিক হলেও সত্য, বগুড়ার আদমদীঘিতে বিদেশি জাতের গরু জার্সির শরীরে আলৌকিক ভাবে ‘আল্লাহ’ লেখা দেখা গিয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ছোট আখিড়া এলাকায় এই আলৌকিক ঘটনা ঘটে। গরুটিকে দেখতে ওই এলাকায় শতশত মানুষ ভিড় জমিয়েছেন। এই আলৌকিক ঘটনায় এলাকাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট আখিড়া […]