একটা মধ্যরাত || লিটন রায় (লিটু)
এখন প্রায় প্রতিদিনই রাতের বেলায় বাইরে একা একা হেঁটে বেড়ানোর অভ্যাসটা হয়ে গেছে। আজও তেমন রাস্তার ডান পাশটা নিয়ে হাঁটছি।হাতে একটা গোল্ড-লিফ, আস্ত সিগারেট টা পুড়ে পুড়ে জলসে যাচ্ছে, মুখে নিতে মন সায় দিচ্ছে না।একটার পর একটা গাড়ি ঝড়ো গতিতে আমার পাশ কেটে চলে যাচ্ছে।কি আজব!চার চাকার একটা গাড়ির উপর মানুষ কতোটা নির্ভরশীল।অথচ এই গাড়িগুলোই […]