মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরচাপায় ইটভাটা শ্রমিক নিহত
মেহেরপুরের গাংনীতে মাটি মেশানো ট্রাক্টরের চাপায় এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌর এলাকার থানাপাড়ার আস্থা ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী (৪০) থানা পাড়ার মৃত লাল্ডু মিয়ার ছেলে। ইটভাটা শ্রমিকরা জানান, কদর আলী ইট তৈরি করার জন্য বালি সংগ্রহ করছিল। এসময় মাটি মেশানো ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে চাকার নিচে […]